বাংলার সময়টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
সময় সংবাদ

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাহমুদুল হাসান (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি, মাহমুদুল শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের ডাকাত সর্দার মো. জকিরের সহযোগী।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের শালবন রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের জানায়, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন- কনস্টেবল মিঠুন জয়, শাহীন ও হাবিব। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক জাকারিয়া মাহামুদ বলেন, রাতে আহত তিন পুলিশসহ গুলিবিদ্ধ একজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।