বাংলার সময়ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
সময় সংবাদ
যশোরে ভুল চিকিৎসায় এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসক ও ক্লিনিক ম্যানেজারকে আটক করেছে পুলিশ।
স্বজনরা জানান, শহরের পালবাড়ি গাজিরহাট এলাকার গৃহবধূ ময়না খাতুনের প্রসব ব্যাথা উঠলে, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় তাকে বেসরকারি কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়।
পরে হাসপাতালের নার্স সুরাইয়ার কথামতো তাকে পাশের বন্ধন হাসপাতালে নেয়া হয়। সেখানে কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই, চিকিৎসক পরিতোষ কুমার কুণ্ডু প্রসূতির সিজারিয়ান করলে মেয়ে শিশুর জন্ম হয়। কিছুক্ষণ পরেই খিঁচুনি উঠে মারা যান ময়না খাতুন।
ভুল চিকিৎসা ও ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের।
এদিকে, খবর পেয়ে পুলিশ অভিযুক্ত চিকিৎসক ও ক্লিনিক ম্যানেজারকে আটক করেছে।