মহানগর সময়জঙ্গি সংগঠনের ৬ সদস্য আটক
সময় সংবাদ
গাজীপুর, সাতক্ষীরা ও ঢাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৬ সদস্যকে আটক করেছে র্যাব ৪-এর একটি দল।
নাশকতার পরিকল্পনা করার সময় র্যাব তাদের আটক করে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
র্যাব জানায়, আটককৃতদের মধ্যে একজন ঢাকা ও একজন খুলনা বিভাগের আনসার আল ইসলামের দায়িত্ব পালন করতেন। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ লিফলেট, ল্যাপটপ, মোবাইলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নাশকতার পরিকল্পনার কথা স্বীকার করেছে।