আন্তর্জাতিক সময়বাগদাদে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ২
সময় সংবাদ

ইরাকের রাজধানী বাগদাদে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত দুই জনের মৃত্যু হয়েছে। শহরটির তায়ারান স্কোয়ারে বিস্ফোরণের এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
পহেলা অক্টোবর থেকে বাগদাদে চলমান সরকারবিরোধী সহিংস আন্দোলনের কেন্দ্রস্থল তাহরির স্কোয়ারের পাশেই এ হামলা চালানো হয়। তবে বিক্ষোভের সঙ্গে হামলার সম্পৃক্ততা আছে কিনা তা জানা যায়নি।