খেলার সময়পিএসএল নিলামে বাংলাদেশের ১০ জন
সময় সংবাদ

আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে হবার কথা রয়েছে পাকিস্তান সুপার লিগ- পিএসএলের পরবর্তী আসর। আসন্ন আসরটির নিলামে বাংলাদেশ থেকে ১০ জন ক্রিকেটারকে রাখা হয়েছে গোল্ডেন ক্যাটাগরিতে।
আগামী ২০ ফেব্রুয়ারিতে টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা রয়েছে। বাংলাদেশ থেকে গোল্ড ক্যাটাগরিতে আছেন। তাসকিন আহমেদ, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, আমিনুল ইসলাম, আল আমিন হোসেন, মেহেদী হাসান, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক সৈকত, আবুল হাসান ও অলক কাপালি। ১৪টি দেশের মোট ১৪৪ জন ক্রিকেটার গোল্ড ক্যাটাগরিতে সুযোগ পেয়েছেন। গোল্ডেন ক্যাটাগরি ছাড়াও আছে সিলভার ও ইমার্জিং ক্যাটাগরি। গোল্ড ক্যাটাগরির ভিত্তি মূল্য ধরা হয়েছে ৫৮ হাজার মার্কিন ডলার।