আন্তর্জাতিক সময়হংকংয়ে দফায় দফায় সংঘর্ষ
সময় সংবাদ

সরকারবিরোধী সহিংস বিক্ষোভে উত্তাল হংকং। রোববার (১৭ নভেম্বর) রাতভর বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে রাবার বুলেট এবং টিয়ার সেল ব্যবহার করে পুলিশ। একপর্যায়ে গুলিও ছোঁড়া হয়। এতে আহত হয় বেশ কয়েকজন আন্দোলনকারী।
জবাবে পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা এবং পাথর ছোড়ে বিক্ষোভকারীরা। এছাড়াও শহরের প্রধান সড়কগুলো অবরোধ করে বিভিন্ন স্থাপনায় আগুন জ্বালিয়ে দেয় তারা।
এদিকে আন্দোলনকারীদের সতর্ক করে পুলিশ বলেছে, সহিংসতা অব্যাহত থাকলে বিক্ষোভে গুলি চালানো অব্যাহত রাখা হবে।