শিক্ষা সময়বশেমুরবিপ্রবির ৫ শিক্ষার্থী স্থায়ী বহিষ্কার
সময় সংবাদ

ভিসিবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ৫ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে রেজিস্ট্রার মোহাম্মদ নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলার ঘটনায় ৫ শিক্ষার্থীকে আজীবন এবং ভর্তি জালিয়াতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
তাদের মধ্যে অভিযুক্ত একজনকে ২ সেমিস্টারের জন্য এবং বাকি ৭ জনকে একাডেমিকের পাশাপাশি হল থেকেও স্থায়ী বহিষ্কার করা হয়।