মহানগর সময়মন্ত্রীর হুঁশিয়ারির পরও বাড়ছে চালের দাম
সময় সংবাদ
খাদ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও সরবরাহ সংকট দেখিয়ে পাইকারি বাজারে দিন দিন বাড়ছে চালের দাম। ব্যবসায়ীদের অভিযোগ, মিল মালিকরা চাল দিচ্ছেন না। এক গাড়ি চালের জন্য অপেক্ষা করতে হচ্ছে এক সপ্তাহেরও বেশি।
১৫ দিনের ব্যবধানে চালের দাম বেড়েছে কেজিতে ৬-৭ টাকা। আজ সোমবার মোহাম্মদপুর কৃষি মার্কেটে ৪২ টাকা কেজির মিনিকেট বিক্রি হচ্ছে ৪৬ টাকায়, ৩২ কেজি টাকার আটাশ চাল বিক্রি হচ্ছে ৩৫ টাকায়।
কয়েকদিন আগেও যে গুটি স্বর্ণা বিক্রি হতো ২৭ টাকায় এখন তা বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। নাজিরশাইল চালের কেজি এখন ৫৫ টাকা, অথচ কয়েকদিন আগেও এ চালের দাম ছিল ৫০ টাকা কেজি।