বাণিজ্য সময়বাড়তি দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ
সময় সংবাদ

মিসর থেকে পেয়াঁজ আসায় পাইকারি বাজারে দাম কিছুটা কমলেও খুচরা বাজারে খুব একটা প্রভাব পড়েনি। বিক্রেতারা পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা কমেছে দাবি করলেও ক্রেতারা বলছেন, বাড়তি দামেই কিনতে হচ্ছে পেঁয়াজ।
সরবরাহ সংকটের অজুহাতে গত দুই মাসে দফায় দফায় বাড়ে পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম ১০০ টাকা বেড়ে খুচরা বাজারে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে সরবরাহ বাড়ায় দেশি পেঁয়াজের দাম সোমবার (১৮ নভেম্বর) ২০ থেকে ৩০ টাকা কমেছে বলে দাবি বিক্রেতাদের।
রাজধানীতে বাজারে আসা ক্রেতারা বলছেন, বাজারের উপর কোনো নিয়ন্ত্রণ না থাকায় অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা।
তবে এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম আরো কমবে প্রত্যাশা খুচরা বিক্রেতাদের।
এদিকে, কার্গো বিমানে করে আমদানি করা পেঁয়াজ আগামীকাল (মঙ্গলবার) দেশে এসে পৌঁছাবে। ফলে শিগগিরই পেঁয়াজের দাম কমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন। সচিবালয়ে সোমবার (১৮ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
বাণিজ্য সচিব বলেন, মিসর, তুরস্ক ও চীন থেকে কার্গো বিমানে করে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান দেশে এসে পৌঁছালে দাম কমে আসবে।