আন্তর্জাতিক সময়মাঠে ট্রাক চাপায় ৬ ক্ষুদে খেলোয়াড়ের মৃত্যু!
সময় সংবাদ

মাঠে খেলছিল শিশু-কিশোররা। কিন্তু হঠাৎ একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই মাঠে ঢুকে পড়ে। মার্বেল বোঝাই ট্রাকের চাপায় ও ধাক্কায় মৃত্যু হয় ৬ ক্ষুদে খেলোয়ারের।
সোমবার (১৮ নভেম্বর) সকালে ভারতের বিহারের গোপালগঞ্জের সারেয়া নরেন্দ্র গ্রামে এ ঘটনা ঘটেছে বলে খবর দিয়েছ কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
খবরে বলা হয়েছে, মার্বেল বোঝাই একটি ট্রাক রাস্তার একটি গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে সেটি ঢুকে পড়ে পাশের ঢালু জমিতে। ঢালু জমিতেই ছিল খেলার মাঠ। আচমকা ট্রাক চলে আসার ব্যাপারটা বুঝতে পারেনি ক্ষুদে খেলোয়াররা। ট্রাকটি এসে সরাসরি তাদের কয়েক জনকে চাপা দেয় ও অপর কয়েক জনকে ধাক্কা মারে।
দুর্ঘটনার পরপরই ট্রাকচালক সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে ঘটনাস্থলে যায় পুলিশ। জখম শিশুদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। হাসপাতালে নিয়ে গেলে তাদের ছয় জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহতদের সবারই বয়স ১০ থেকে ১৪ বছরের মধ্যে।