আন্তর্জাতিক সময়রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়ার সতর্কবার্তা
সময় সংবাদ

চলমান রোহিঙ্গা সমস্যা আইনগতভাবে মোকাবিলা করা না হলে বাস্তুচ্যুত রোহিঙ্গার সংখ্যা দিন দিন আরও বাড়বে বলে সতর্ক করেছে মালয়েশিয়া। রোববার (১৭ নভেম্বর) থাইল্যান্ডে আসিয়ানের দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ সাবু।
এদিকে, আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিচারের ক্ষেত্রে গণহত্যার শিকার রোহিঙ্গাদের স্বার্থকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া উচিৎ বলে মত বিশ্লেষকদের।
দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠক শুরুর একদিন আগে রোববার অনানুষ্ঠানিক বৈঠকে মিলিত হন তারা। এতে দক্ষিণ চীন সাগরের নিরাপত্তা, মিয়ানমারের রোহিঙ্গা সংকটসহ আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।
মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ সাবু বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের কারণে আসিয়ানের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। তবে সংকট সমাধানে আসিয়ানের কর্মপদ্ধতি অনুযায়ী মালয়েশিয়া কাজ করতে প্রস্তুত বলে জানান তিনি। আইনগতভাবে রোহিঙ্গা সংকটের সমাধান করা না হলে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সংখ্যা আরও বাড়বে বলে সতর্ক করেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী।
এদিকে, রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি, জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজে এবং আর্জেন্টিনার আদালতে মামলা হওয়ায় ন্যায় বিচারের দ্বার উন্মুক্ত হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।
মিয়ানমারের শিক্ষাবিদ ও অধিকারকর্মী মং জার্নি বলেন, আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলার মধ্য দিয়ে বৈশ্বিক বিচারের চাকা ঘুরতে শুরু করেছে। তবে বিচারের ক্ষেত্রে নির্যাতনকারীদের চেয়ে নির্যাতনের শিকার রোহিঙ্গাদের ন্যায় বিচারকেই সবচেয়ে বেশি প্রাধ্যান্য দিতে হবে।