আন্তর্জাতিক সময়আন্দোলনে স্থবির বলিভিয়ায় খাদ্য-জ্বালানি সংকট
সময় সংবাদ

বলিভিয়ায় চলমান সরকারবিরোধী আন্দোলনে স্থবির হয়ে পড়েছে দেশটির অর্থনীতি। দেখা দিয়েছে খাদ্য ও জ্বালানি সংকট।
তীব্র আন্দোলনের মুখে গেল ১০ নভেম্বর দেশটির প্রেসিডেন্ট ইভো মোরালেস পদত্যাগ করলেও, বন্ধ হয়নি আন্দোলন। বরং মোরালেসের পক্ষে-বিপক্ষে রোববারও অব্যাহত ছিল আন্দোলন।
চলমান এ আন্দোলনে এ পর্যন্ত অন্তত ২৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
এদিকে, মোরালেসের পদত্যাগের পর বিরোধী সিনেটর জিনিন আনেজ নিজেকে অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে দাবি করলেও, এরইমধ্যে তারও পদত্যাগের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।
যদিও, শিগগিরই নতুন নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনা হবে বলে অঙ্গীকার করেছেন আনেজ।