বিনোদনের সময়স্বামীর জন্মদিনেই ‘অতিরিক্ত ওষুধ' খেলেন নুসরাত?
সময় সংবাদ

‘মাত্রাতিরিক্ত ওষুধ খেয়ে’ অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছিলেন সংসদ সদস্য ও অভিনেত্রী নুসরাত জাহান। রোববার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টায় শ্বাসকষ্টজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে হাসপাতালের বরাতে জানিয়েছে ইন্ডিয়া এক্সপ্রেস ও আনন্দবাজার।
খবরে বলা হয়েছে, রোববার স্বামী নিখিল জৈনের জন্মদিনের পার্টির রাতে ‘মাত্রাতিরিক্ত ওষুধ খেয়ে’ এ অভিনেত্রী অসুস্থ হয়ে পড়েন।
সেগুলো ঘুমের ওষুধও হতে পারে বলে জানিয়েছে আনন্দবাজার; তবে সেই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে নুসরাতের পরিবার।
চিকিৎসক সন্দীপ মন্ডলের তত্ত্বাবধানে নুসরাতের চিকিৎসা চলছে। চিকিৎসকের বরাতে ইন্ডিয়ার এক্সপ্রেস জানিয়েছে, কোনও ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার জেরেই শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয়েছিল তার।
নুসরতের পরিবারের পক্ষ থেকে অভিষেক মজুমদার বলেন, 'এখন ভাল আছেন নুসরত। সোমবার বিকেলেই ছেড়ে দেওয়া হবে অভিনেত্রী-সাংসদকে।'