আন্তর্জাতিক সময়নওয়াজকে বিদেশে যাওয়ার অনুমতি
সময় সংবাদ

পাকিস্তান সরকার এবং দেশটির সর্বোচ্চ আদালত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য আগামী মঙ্গলবার লন্ডনে যাচ্ছেন তিনি।
এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে নেয়া হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে নওয়াজ শরিফের দল পিএমএল-এন। কোনো শর্ত ছাড়াই এক্সিট কন্ট্রোল লিস্ট থেকে তার নাম বাদ দেয়ার পর দলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে, শনিবার লাহোর হাইকোর্ট জানান, চিকিৎসার জন্য লন্ডনে চার সপ্তাহ থাকতে পারবেন নওয়াজ শরিফ। তবে মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদনের ওপর ভিত্তি করে সময় বাড়ানো যাবে।