খেলার সময়নিজেকে প্রমাণে প্রস্তুত সুমন খান
সময় সংবাদ
নজরকাড়া বোলিংয়ে আলোচনায় এসেছেন এইচপির পেসার সুমন খান। চমক হয়ে বিপিএলের দল কুমিল্লা ওয়ারিয়র্সে খেলার সুযোগও পেয়ে গেছেন। পেছনে ফিরে তাকাতে চান না সুমন। প্রস্তুত আরও বড় মঞ্চে নিজেকে প্রমাণ করতে। নতুন বলে সুইং আর স্লগ ওভারে ইয়র্কার দেয়ার বিশেষ গুণ আছে জানিয়ে ক্যারিয়ার নিয়ে দারুণ আশাবাদী এ পেসার।
সুমন খান। অনেকের কাছেই হয়ত অচেনা। তবে নামটা এখন মনে রাখতেই হবে। কারণ, এ পেসার আশা দেখাচ্ছেন। বড় স্বপ্ন দেখাচ্ছেন। অল্প ক'দিনের ক্যারিয়ার। তবু চমক হয়ে বিপিএলে কুমিল্লার হয়ে খেলার সুযোগও পেয়ে গেছেন।
শুরুর গল্পটা ভিন্ন। পেশাদার ক্রিকেটার হওয়ার চিন্তা খুব বেশি আগের নয়। কিভাবে বদলে গেল জীবনচক্র?
সুমন বলেন, আমি যখন আসছি তখন আমার স্কিল ততটা ভালো ছিল না। ভালো বল করতে পারতাম কিন্তু কোথায় কখন কী করতে হবে সেটা শিখছি।
গেলো বছরের অক্টোবরে শুরু প্রথম শ্রেণির ক্রিকেট। এবছরের মার্চে শুরু লিস্ট 'এ' ক্যারিয়ার। তারপর বিসিবি'র হাইপরফরম্যান্স ইউনিটের পেসার। সুযোগ পেয়ে ইমার্জিং এশিয়া কাপে দারুণ বোলিং করছেন। এখন তার স্বপ্নের পারদ বাড়তেই পারে।
সাদামাটা বোলিং দিয়ে চমক দেখানো যায়। টিকে থাকা কঠিন। সুমনের কাছে তাই জানতে চাওয়া। কি তার বোলিং কৌশল?
তিনি বলেন, আমি নতুন বলে ভালো সুইং করাতে পারি।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামীতে সুমনের মতো পেসারকে দেখা যেতে পারে লাল-সবুজ জার্সিতে।