বাংলার সময়সংসদ থেকে রাঙ্গাকে অব্যাহতির দাবি
সময় সংবাদ

জাতীয় সংসদ থেকে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতির দাবিতে মানববন্ধন করেছেন মহানগর আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় বক্তারা বলেন, শহীদ নূর হোসেন সম্পর্কে আপত্তিকর বক্তব্য দিয়ে ক্ষমা চাওয়ার পরপরই রাঙ্গার অনুসারীরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি। বারবার ঔদ্ধত্যপূর্ণ এমন আচরণের পর মশিউর রহমান রাঙ্গা সংসদে থাকার নৈতিক অধিকার হারিয়েছে বলেও দাবি করেন তারা।
গত ১০ নভেম্বর মশিউর রহমান একটি দলীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও শহীদ নূর হোসেন সম্পর্কে অশালীন ও বিভ্রান্তিমূলক বক্তব্য দেন।