বাংলার সময় ব্রাক্ষণবাড়িয়ায় ভুল চিকিৎসায় স্কুলশিক্ষিকার মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন
সময় সংবাদ

ব্রাক্ষণবাড়িয়ায় ভুল চিকিৎসায় স্কুলশিক্ষিকার মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
সোমবার (১৮ নভেম্বর) বিকেলে শহরের প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। এতে স্থানীয়রাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এ সময় বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
গত ৪ নভেম্বর রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফপাড়া ক্রিসেন্ট কিন্ডার গার্ডেনের সহকারী শিক্ষিকা নওশীন আহম্মেদ দিয়া প্রশব ব্যথায় খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিজারের কথা বলেন। পরে সেই চিকিৎসকের ভুল চিকিৎসায় শিক্ষিকার মৃত্যু হয়।