আন্তর্জাতিক সময়ধোঁয়ায় ছেয়ে গেছে সিডনির আকাশ
সময় সংবাদ

অস্ট্রেলিয়ায় চলমান দাবানলের কারণে ধোঁয়ায় ছেয়ে গেছে সিডনির আকাশ।
নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ডে দাবানলের মধ্যেই মঙ্গলবার সকাল থেকে সিডনির আকাশ জুড়ে ব্যাপক ধোঁয়া দেখা যায়। বেশ কয়েক জায়গায় বায়ু দূষণের মাত্রা স্বাভাবিক সীমা ছাড়িয়ে গেছে।
স্বাস্থ্যঝুঁকির কারণে সতর্কতা জারি করে বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
স্বাস্থ্যঝুঁকির কারণে সতর্কতা জারি করে বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
নিউ সাউথ ওয়েলসের প্রায় ৪৮টি স্থান এখনো দাবানলের আগুনে পুড়ে চলেছে। ঝুঁকিতে রয়েছে উপকূলীয় অঞ্চলও। দাবানলে এখন পর্যন্ত সাড়ে পাঁচশ'র বেশি বাড়িঘর পুড়ে গেছে। মারা গেছেন অন্তত চার জন।