মহানগর সময়ইডেনে টেস্টে গোলাপি বলে খেলবে টাইগাররা
সময় সংবাদ

ইডেন গার্ডেনসে দিবা-রাত্রির টেস্টে, আয়োজন দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে চায় বিসিসিআই। এই টেস্ট সামনে রেখে স্টেডিয়ামে নানা সংস্কার কাজ করা হচ্ছে, থাকবে নতুনত্ব। ম্যাচ দেখতে টেস্টের প্রথম দিন, মাঠে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে কলকাতায় যাবেন বিসিবির চার পরিচালকও। এই সফর দিয়ে বিসিবি-বিসিসিআই সম্পর্ক আরো জোরালো হবে, এমনটাই প্রত্যাশা বিসিবি পরিচালক জালাল ইউনুসের।
ক্রীড়াঙ্গনের ভালো-খারাপ, সব সময়ই পাশে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিয়ে যান সমর্থন, পৃষ্ঠপোষকতা।
এবার ইডেনে যখন টেস্ট ক্রিকেটে গোলাপি বলের যুগে প্রবেশ করবে টাইগাররা, সেটারও সাক্ষী হবেন সরকার প্রধান।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ইডেন টেস্টের প্রথম দিন মাঠে থাকবেন শেখ হাসিনা। উপলক্ষটা রঙ্গিন হবে, টাইগারদের প্রথম টেস্ট দলের সদস্যদের পদচারণায়। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে কলকাতায় যাবেন বিসিবির চার পরিচালক। খেলাটাকে উৎসবের আমেজ দিতে চায় আয়োজক ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলও।
বিসিবি পরিচালক জালাল ইউনুস বলেন, যেহেুতু গোলাপি বলে ডে নাইট ম্যাচ। আমি মনে করি, এটা ভারত-বাংলাদেশের বন্ধুত্বের মধ্যে একটা শোকেস হবে। এই দ্বিতীয় টেস্টটা আমার কাছে একটা ফেস্টিভালের মতো মনে হচ্ছে। খেলাতে তো কম্পিটিশন থাকবেই।
দিবা রাত্রির এই টেস্টে জৌলুস আনতে বড় আয়োজন করছে সিএবি। এরই মধ্যে টেস্টের প্রথম তিন দিনের প্রায় দেড় লাখেরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। পুরো ইডেন সাজবে গোলাপি রংয়ে। কলকাতার বড় ভবনগুলোতেও থাকবে গোলাপি রংয়ের আভা। এই টেস্টের জন্য দুই মাসকট পিংকু-টিংকুও সবাইকে স্বাগত জানাতে প্রস্তুত। ইডেনে ম্যাচ হওয়ায়, বিসিসিআই সভাপতিও চান এই আয়োজনকে ভিন্ন মাত্রা দিতে।
বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেন, ক্রিকেট খেলার জন্য ভারত বিশ্বের সেরা স্থান। ইডেনের টেস্ট ম্যাচকেও আমরা সেভাবে তুলে ধরতে চাই। ম্যাচের প্রথম তিনদিনের সব টিকেটই বিক্রি হয়ে গেছে। টেস্টের জন্য যা অভাবনীয়। সফল আয়োজন করতে আমাদের দিক থেকে কোন ঘাটতি থাকবে না।
বিসিবি ও বিসিসিআই দুই বোর্ডেরই প্রত্যাশা, ইডেনে দিবা-রাত্রির প্রথম টেস্ট আয়োজন ও মাঠের খেলা দিয়ে হয়ে থাকবে স্মরণীয়।