বাংলার সময়বেশি দামে লবণ বিক্রির অভিযোগে আটক ১৬
সময় সংবাদ

সংকটের গুজব ছড়িয়ে দেশের বিভিন্ন স্থানে বেশি দামে লবণ বিক্রির অভিযোগে ১৬ জনকে আটক করা হয়েছে। এছাড়া, ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং বেশ কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে হঠাৎ করে লবণের দাম বাড়ার গুজব ছড়িয়ে পড়ে। এতে দোকানে দোকানে হিড়িক পড়ে কেনার। তাৎক্ষণিকভাবে বাজার পরিস্থিতি মনিটরিংয়ের জন্য অভিযান চালায় প্রশাসন। গুজব ছড়ানোর অভিযোগে পটুয়াখালীতে ৮ জন, কেরানীগঞ্জে ৫ জন, নেত্রকোনায় একজন, বগুড়ায় একজন এবং নারায়ণগঞ্জ আরো একজনকে আটক করা হয়। এছাড়া, গাইবান্ধা, ঝালকাঠি, দিনাজপুরে বেশ কয়েকজন ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।