খেলার সময়বৃহস্পতিবার থাইল্যান্ড যাবে বাংলাদেশের আর্চাররা
সময় সংবাদ

২১ তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বৃহস্পতিবার থাইল্যান্ড যাবে বাংলাদেশের আর্চাররা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর দেড়টায় হযতর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হবে দল। তবে এই আসরটিকে মূলত এসএ গেমসের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে দেখছে ফেডারেশন। এশিয়ান চ্যাম্পিয়নশিপের পর দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়েও ভালো করবে শিষ্যরা, আশাবাদ কোচের।
এদিকে, দেশের আর্চারিকে আরও এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে স্পন্সর, সিটি গ্রুপ। 'গো ফর গোল্ড' স্লোগানে ২০১৭ সালে ৫ বছরের জন্য বাংলাদেশ আর্চারি ফেডারেশনের স্পন্সর হিসেবে চুক্তি করে সিটি গ্রুপ।