মহানগর সময়হাজারীবাগে ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত
সময় সংবাদ

রাজধানীর হাজারীবাগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নাদিম বাহাদুর (৩৮) নামে এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন।
বুধবার (২০ নভেম্বর) ভোরে র্যাবের টহল দলের সঙ্গে এ বন্দুকযুদ্ধ হয়। তার নামে ৯টি মামলা রয়েছে বলে জানা গেছে।
র্যাবের আইন ও গনমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বলেন, হাজারীবাগ এলাকায় র্যাবের একটি টহল দলের সঙ্গে গুলি বিনিময়কালে তালিকাভুক্ত মাদকবিক্রেতা নাদিম বাহাদুর নিহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।