বাংলার সময়চুয়াডাঙ্গায় আমন ধান সংগ্রহ শুরু
সময় সংবাদ
‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এ স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে আমন ধান সংগ্রহ। বুধবার (২০ নভেম্বর) দুপুরে জেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসের আয়োজনে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়ানের হাতিটাকা গ্রামে আমন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
আমন ধান সংগ্রহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা নজরুল ইসলাম সরকার। এছাড়া উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রেজাউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশিমুল বারি, আলোকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসলাম উদ্দিন প্রমুখ।
চুয়াডাঙ্গার চারটি উপজেলা থেকে এ মৌসুমে আমন ধান সংগ্রহ করা হবে ৭১৪৪ জন কৃষকের কাছ থেকে। প্রত্যেক কৃষকের কাছ থেকে ৬শ কেজি করে ধান কিনবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস। প্রতি মন ধানের দাম দেওয়া হচ্ছে ১০৫০ টাকা। চুয়াডাঙ্গা জেলা থেকে সরকারি ভাবে এ মৌসুমে কৃষকদের কাছ থেকে কেনা হবে ৪২৮৬ মেট্রিক টন আমন ধান।