বাংলার সময়ফুলবাড়ীতে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
সময় সংবাদ

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে ক্রষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ২০১৯-২০২০ অর্থ বছরের রবি ও খরিপ- ১ মৌসুমের গম, ভুট্টা, সরিষা, শীতকালীন মুগ ও গ্রষ্মকালীন মুগ উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব বিররণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. মো. মোস্তাফিজুর রহমান। এছাড়াও ছিলেন কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল প্রমুখ।
২০১৯-২০২০ অর্থ বছরে রবি ও খরিপ-১ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, শীতকালীন মুগ ও গ্রষ্মকালীন মুগ উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে ৭টি ইউনিয়ন ও পৌরসভায় ৩২০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ১ কেজি, ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়।