বাংলার সময়গাইবান্ধায় আগুনে পুড়েছে শতাধিক দোকান
সময় সংবাদ
গাইবান্ধায় ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক কাপড় ও মসলার দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা দুইটার দিকে গোবিন্দগঞ্জের নাকাইহাট বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে একটি তুলার দোকানে আগুন লাগে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো বাজারে।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও এলাকাবাসীর দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ব্যবসায়ীরা দাবি করছেন, ভয়াবহ এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, যথাসময়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কম হতো।