মহানগর সময়ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে পুলিশ সদস্য নিহত
সময় সংবাদ
কুমিল্লায় ট্রাক ও মাইক্রোবাস সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন পুলিশ সদস্য।
পুলিশ জানায়, গতরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী এলাকায় পুলিশের টহলরত মাইক্রোবাসকে ধাক্কা দেয় চট্টগ্রামগামী একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই পুলিশ কনস্টেবল নুর হোসেন মারা যান।
এ ঘটনায় আহত পুলিশের উপ-পরিদর্শক মহসিন মিয়া, কনস্টেবল ইসমাইল ও মাইক্রোবাস চালক এরশাদ মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ট্রাক জব্দ ও চালককে আটক করা হয়েছে।