মহানগর সময়‘ধর্মঘটে সাধারণ শ্রমিকদের মতামত নেয়া হয়নি’
সময় সংবাদ
সাধারণ পরিবহন শ্রমিকদের মতামত না নিয়ে যারা ধর্মঘট ডেকেছে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের নেতারা।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী বলেন, ফেডারেশনের নামে ধর্মঘট না ডেকে, তাদের অন্তর্ভুক্ত ইউনিয়নগুলোকে ম্যাসেজ দিয়েছে, তোমরা ধর্মঘট করো।