মহানগর সময়ট্রাফিক সচেতনতা পক্ষ শুরু
সময় সংবাদ

নতুন সড়ক পরিবহন আইন নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে শুরু হয়েছে ট্রাফিক সচেতনতা পক্ষ-২০১৯। সড়কে চলাচলকারী গাড়ির চালক, হেলপার, পথচারীসহ সাধারণ মানুষকে সড়ক পরিবহন আইনের বিষয়ে সচেতন করতে শুক্রবার সকাল থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক পক্ষ পালন করছে।
নগরবাসীকে নতুন আইন পালনে সচেতন করতে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। চলতি মাসের শুরু থেকেই এ ধরনের কার্যক্রম চললেও এবার ১৫ দিন বিশেষভাবে কাজ করবে পুলিশ। ২১ নভেম্বর থেকে শুরু হয়ে ট্রাফিক পক্ষ চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। ট্রাফিক পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ।