খেলার সময়পাকিস্তান সফরের ব্যাপারে এখনো ‘রিপোর্ট পায়নি’ বিসিবি
সময় সংবাদ
দেড় মাস পেরিয়েছে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের। কিন্তু, বিসিবি বলছে এখনো নাকি তারা পায়নি পাকিস্তান সফরের ব্যাপারে প্রতিনিধি দলের রিপোর্ট। শীঘ্রই প্রতিবেদন পাওয়া গেলে সিদ্ধান্ত আসবে পাকিস্তান সফরের ব্যাপারে। সেই সাথে সবুজ সংকেত দিতে হবে আইসিসিকেও। এমনটাই জানিয়েছেন বিসিবি'র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বঙ্গবন্ধু বিপিএলের। তাই সাজ সজ্জায় অন্যান্য বছরের তুলনায় এবার বাড়তি গুরুত্ব দিচ্ছে ক্রিকেট বোর্ড।
উদ্বোধনী অনুষ্ঠান রাঙ্গাতে প্রস্তুতিতে ব্যস্ত কর্মীরা। অন্যদিকে, একাকী অনুশীলনে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। খুলনা টাইগার্স জার্সিতে মাঠ মাতাতে সেরে নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানে পর্দা উঠবে বঙ্গবন্ধু বিপিএলের বিশেষ এই আসরের। তাই আয়োজনের সাথে মাঠে সেরাটা দিতে প্রস্তুত ক্রিকেটাররা।
স্টেডিয়ামের মূল মাঠে বসানো হচ্ছে স্টেজ। পুরোদমে চলছে প্রস্তুতি। বন্ধ রাখা হয়েছে মাঠে আনুষ্ঠানিক অনুশীলন। টুর্নামেন্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই উদ্বোধনী অনুষ্ঠানকে সফল করতে সব ধরণের ব্যবস্থা নিচ্ছে বিসিবি। এবার বাড়তি নজর কাড়বে উদ্বোধনী অনুষ্ঠান।
বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। আমরা সব রকম ব্যবস্থা নিচ্ছি। সবাই নিজেদের সেরা একাদশ বাছাই করছেন।
এদিকে, এখনো ধোঁয়াশায় বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর। এর মধ্যে আবার বিসিবি সভাপতির ইতিবাচক মনোভাব দেখিয়েছেন পাকিস্তান সফরের ব্যাপারে। দেড় মাসের বেশি সময় আগে নিরাপত্তা পর্যবেক্ষকরা পাকিস্তান ঘুরে আসলেও, অবাক ব্যাপার হলো এখনো নাকি প্রতিবেদন পায়নি বিসিবি।
নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, সরকারি একটা প্রতিনিধি দল এরইমধ্যে পাকিস্তান ঘুরে এসেছে। আমরা এখনো রিপোর্ট পাইনি। সেটি এবং অন্যান্য বিষয় বিবেচনা করে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে।
পাকিস্তানে সফর করার ব্যাপারে সবুজ সংকেত পেলেও, ক্রিকেটারদের মতামত নেয়া হবে সফরের ব্যাপারে।