মহানগর সময়সিলেটে ৩য় দফায়ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে আশাবাদী
ইকরামুল কবির
সিলেট বিভাগে দু'দফা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার পর তৃতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বেশ আশাবাদী প্রার্থী, সমর্থক ও ভোটাররা। ২৩ এপ্রিল এ পর্যায়ে বিভাগের চার জেলার ৭টি উপজেলার ৬২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ব্যাপারে নির্বাচন কমিশন রয়েছে কঠোর অবস্থানে।
২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ। ২২ ও ৩১ মার্চ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর তৃতীয় দফায় সিলেটে ইউপি নির্বাচনে বেশ ফুরফুরে মেজাজে আছেন সবাই। ভোটার ও প্রার্থী উভয়েই আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবার ব্যাপারে আশাবাদী।
প্রতীকের চেয়ে যোগ্য প্রার্থীকেই বেছে নেয়ার ব্যাপারে ভোটারদের আগ্রহ বেশি। তবে, দলীয় প্রতীকে নির্বাচনের সুফলের কথা বললেন আওয়ামী লীগ ও বিএনপি’র চেয়ারম্যান প্রার্থীরা।
সিলেট বিভাগ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এস এম এজহারুল হক জানালেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ করতে তারা কঠোর অবস্থানে।
২৩ এপ্রিল সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার ১৫টি, সুনামগঞ্জ সদর, দক্ষিণ ও দোয়ারাবাজার উপজেলার ২৬টি, হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার ১৪টি এবং মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।