ksrm

সিটি নির্বাচন'কুসিক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের ভাবমূর্তি ফিরিয়ে আনা হবে'

সময় সংবাদ

fb tw
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পূর্ণ ভাবমূর্তি ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। নির্বাচনকে সামনে রেখে সকালে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী এবং নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় কালে এ মন্তব্য করেন তিনি। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে পেশাগত নৈতিকতা থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের বাকি আর মাত্র কয়েকটা দিন। তাই জেলার শিল্পকলা একাডেমীতে নির্বাচন অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের সর্বশেষ মতবিনিময় সভা। যেখানে প্রধান নির্বাচন কমিশনারের কাছে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন নির্বাচনী কর্মকর্তারা।
নির্বাচন অনুষ্ঠানে নিজ নিজ বাহিনীর প্রস্তুতির কথা তুলে ধরেন জেলার পুলিশ ও বিজিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। তারা বলেন, 'আপনারা আপনাদের দায়িত্ব পালনে এতটুকু পিছপা হবেন না। আপনাদের নিরাপত্তা প্রদানে পুলিশের যেকোনো ধরনের সহায়তা আপনাদের কাছে থাকবে।'
অনুষ্ঠানে নির্বাচনী কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর উদ্দেশ্য বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, যতই প্রভাবশালী হোক দায়িত্বপালনে কোনভাবেই শৈথিল্য দেখানো যাবে না। প্রধান নির্বাচন কমিশনার বলেন,  কোন রকম কেউ রকম কেউ যদি প্রভাব খাটাতে চায়, কাউকে ছাড় দেবেন না। কোথাও কোথাও কিছু কিছু ক্ষেত্রে বিতর্কিত হয়েছে আমরা সেই অবস্থা ফিরিয়ে আনবো।
এদিকে, নির্বাচনী প্রচারের ১৩তম দিনেও সমান ব্যস্ত ছিলেন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা। তারা নির্বাচন কমিশনারের আশ্বাসকে সাধুবাদ জানালেও, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, অভিযোগ বিএনপির। আওয়ামী লীগ প্রার্থী বলেন, নির্বাচন কমিশন যা চাচ্ছে সেটা আমাদেরও কথা। আমরাও চাই সুন্দর পরিবেশে যেনো নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি প্রার্থী বলেন, আশা করবো সিইসি হিসেবে তিনি যা বলেছেন তার মূল্যায়ন তিনি রাখবেন।
৩০ মার্চ এই নির্বাচন অনুষ্ঠানে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে গ্রহণ করা হয়েছে ৫ স্তরের নিরাপত্তা প্রস্তুতি।

আরও সংবাদ

বাংলার সময়
বাণিজ্য সময়
বিনোদনের সময়
খেলার সময়
আন্তর্জাতিক সময়
মহানগর সময়
অন্যান্য সময়
তথ্য প্রযুক্তির সময়
রাশিফল
লাইফস্টাইল
ভ্রমণ
প্রবাসে সময়
সাক্ষাৎকার
মুক্তকথা
বাণিজ্য মেলা
রসুই ঘর
বিশ্বকাপ গ্যালারি
বইমেলা
উত্তাল মার্চ
সিটি নির্বাচন
শেয়ার বাজার
জাতীয় বাজেট
বিপিএল
শিক্ষা সময়
ভোটের হাওয়া
স্বাস্থ্য
ধর্ম
চাকরি
পশ্চিমবঙ্গ
ফুটবল বিশ্বকাপ
ভাইরাল
সংবাদ প্রতিনিধি
বিশ্বকাপ সংবাদ
Latest News
আপনিও লিখুন
ছবি ভিডিও টিভি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
GoTop