বিনোদনের সময়গোপনে বিয়ে করলেন মাইকেল ফাসবেন্ডার ও এলিসিয়া ভিকান্দার
ওয়েব ডেস্ক

হলিউডের পাওয়ার কাপলদের তালিকায় যুক্ত হলো নতুন নাম। মাইকেল ফাসবেন্ডার ও এলিসিয়া ভিকান্দার সম্প্রতি তাদের প্রণয়কে পরিণয়ে রূপ দিলেন গোপন এক অনুষ্ঠানে।
পিপল ম্যাগাজিনের খবর অনুযায়ী, স্পেনের ইবিজা সমুদ্রসৈকতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই জুটি। সেখানকার লা গ্রানহা রিসোর্টে বিয়ের অনুষ্ঠান হয় তাদের। সেখানে উপস্থিত ছিলেন নবদম্পতির ঘনিষ্ঠজনেরাই।
২০১৬’র সিনেমা ‘দ্য লাইট বিটুইন ওশেন্স’ সিনেমার সেটে প্রেমে পড়েন এই জুটি। সিনেমাটিতে এলিসিয়া অভিনয় করেছিলেন মাইকেলের স্ত্রীর চরিত্রে।
চলতি বছরের শুরুতে আংটি বদলও করেন তারা।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস