মহানগর সময়চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারকে প্রত্যাহারের দাবি
ওয়েব ডেস্ক

সংবাদপত্রে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে বিজ্ঞাপন প্রকাশ করে শিল্প মালিকদের ক্ষতিগ্রস্ত করার অভিযোগে চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনার মুমিনুল কবিরকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছেন রফতানিকারক শিল্প মালিকরা।
মঙ্গলবার দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। এ সময় বক্তারা অভিযোগ করেন, বন্ড কমিশনার মুমিনুল কবির সরকারি নীতি না মেনে শিল্প মালিকদের চোর ডাকাত বলে সম্ভোধন করে সুনাম ক্ষুন্ন করেছেন।
অহেতুক ৯২টি শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন ও ধ্বংস করেছেন বলেও অভিযোগ করেন তারা।