ksrm

খেলার সময়পৃথক ম্যাচে মাঠে নামছে বার্সেলোনা, অ্যাথলেটিকো

খেলার সময় ডেস্ক

fb tw
somoy
লা লিগায় পৃথক ম্যাচে মাঠে নামছে টেবিলের শীর্ষে থাকা দুই ক্লাব বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদ। বার্সেলোনার প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও। ম্যাচটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে। আরেক ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদ লড়বে ভিয়ারিয়ালের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে রাত সাড়ে দশটায়।
গেল মৌসুমের ক্ষতি পুষিয়ে নেয়ার লক্ষ্যে এবার নেমেছে বার্সেলোনা। ফসকে যাওয়া শিরোপা উদ্ধারই লক্ষ্য। অন্তত চলতি মৌসুমের মাঠের পারফরম্যান্স তাই বলছে। ভালভার্দের অধীনে এবার দুর্দান্ত বার্সেলোনা।
শিরোপার পথে পাড়ি দিতে হবে বহুদূরের পথ। প্রতিটি ম্যাচই তাই গুরুত্বপূর্ণ ন্যু ক্যাম্পের অধিবাসীদের জন্যে। নিজের সাবেক ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে নামার আগে বাড়তি সতর্ক ভালভার্দে। কোপা দেল রে'তে নিজের প্রথম একাদশকে বেঞ্চে রাখলেও, এই ম্যাচেই আবারো পূর্ণশক্তির দল নিয়েই নামছেন ভালভার্দে। শুরুর একাদশে ফিরছেন মেসি-সুয়ারেজ-ইনিয়েস্তারা।
লা লিগায় মেসি-সুয়ারেজদের এখনো আটকাতে পারেনি কেউ। ৯টি ম্যাচ শেষে ৮জয় আর ১ ড্রয়ে ২৫ পয়েন্ট নিজেদের পকেটে। অনুমিতভাবেই শীর্ষস্থানও তাই কাতালানদের দখলে।
বিলবাও অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ। চলতি মৌসুমের মাঠের লড়াইটাই দেখুন। ৯ ম্যাচে ১১টি পয়েন্ট নিয়ে টেবিলের ১১ নম্বরে দলটি। অবশ্য নিজেদের মাঠ সান ম্যামেসে ভয়ংকর হয়ে উঠতে পারে ক্লাবটি। এখানটায় দুই দলের সবশেষ লড়াইটায় জয় যে বিলবাওয়ের।
মুখোমুখি দুই দলের সবশেষ ৫ লড়াইয়ে অবশ্য ওই একটি জয়ই আছে বিলবাওয়ের দখলে। বাকি চারটিতেই জিতেছে কাতালানরা। এই ম্যাচেও তাই জয় নিয়ে শীর্ষস্থান শক্ত করার ভাবনাই থাকবে ভালভার্দে বাহিনীর।
এদিকে, আরেক ম্যাচে অ্যাথলেটিক মাদ্রিদের প্রতিপক্ষ ভিয়ারিয়াল। লা লিগায় চলতি মৌসুমে এখনো অপরাজিত মাদ্রিদিস্তানরা। আছে টেবিলের চার নম্বরে। এই ম্যাচে জিতলেই টেবিলে দুই নম্বরে উঠে আসার সুযোগ থাকছে দিয়েগো সিমিওনে বাহিনীর সামনে। একইসঙ্গে টেবিল টপার বার্সেলোনার সঙ্গে দূরত্ব ঘোচানোরও।
প্রতিপক্ষ ভিয়ারিয়াল আছে টেবিলের ৬ নম্বরে। তবে মাদ্রিদের ক্লাবটির বিপক্ষে বরাবরই দুর্দান্ত ক্লাবটি। সবশেষ ৬ বারের দেখায় ৪ বারই যেমন জিতেছে ক্লাবটি। লা লিগায় সবশেষ চারবারের দেখায় অপরাজিত ভিয়ারিয়াল।
পরিসংখ্যানের খাতায় এমন তথ্য অ্যাতলেটিকোর জন্যে আতঙ্কের। আরেকটি তথ্যও হতাশ করবে মাদ্রিদ ফ্যানদের। দলের গোলমেশিন আঁতোয়া গ্রিজম্যান বিলবাওয়ের বিপক্ষে একদমই নিভে যাওয়া প্রদীপের মতো। মুখোমুখি সবশেষ ১২ লড়াইয়ে প্রতিপক্ষের জাল খুঁজে পাননি এই স্ট্রাইকার। সবমিলিয়ে ভিয়ারিয়ালের বিপক্ষে বাড়তি সতর্কতার অবকাশ নেই সিমিওনে বাহিনীর সামনে।

আরও সংবাদ

বাংলার সময়
বাণিজ্য সময়
বিনোদনের সময়
খেলার সময়
আন্তর্জাতিক সময়
মহানগর সময়
অন্যান্য সময়
তথ্য প্রযুক্তির সময়
রাশিফল
লাইফস্টাইল
ভ্রমণ
প্রবাসে সময়
সাক্ষাৎকার
মুক্তকথা
বাণিজ্য মেলা
রসুই ঘর
বিশ্বকাপ গ্যালারি
বইমেলা
উত্তাল মার্চ
সিটি নির্বাচন
শেয়ার বাজার
জাতীয় বাজেট
বিপিএল
শিক্ষা সময়
ভোটের হাওয়া
স্বাস্থ্য
ধর্ম
চাকরি
পশ্চিমবঙ্গ
ফুটবল বিশ্বকাপ
ভাইরাল
সংবাদ প্রতিনিধি
বিশ্বকাপ সংবাদ
Latest News
আপনিও লিখুন
ছবি ভিডিও টিভি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
GoTop