খেলার সময়ব্রাজিলের রবিনহোর ৯ বছরের জেল
সময় সংবাদ

এক আলবেনীয় নারী গণধর্ষনের অভিযোগে ব্রাজিলের সাবেক ফুটবল তারকা রবিনহোকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছে ইতালির একটি আদালত। ব্রাজিল জাতীয় দলের জার্সি গায়ে ১'শ ম্যাচে ২৮টি গোল করেন রবিনহো।
২০১৫ সালে এসি মিলান ছাড়েন এই সেলেসাও তারকা। এছাড়াও ক্যারিয়ারে তিনি ম্যানচেস্টার সিটির মতো ক্লাবেও খেলেছেন। বর্তমানে নিজ দেশের শীর্ষস্থানীয় ক্লাব অ্যাতলেটিকো মিনেইরোর হয়ে খেলছেন তিনি।
মিলানের একটি নাইট ক্লাবে ঐ আলবেনীয় নারীকে ধর্ষণের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। এসময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। ঐ নারীর ওপর পাশবিক নির্যাতনের সময় তার সঙ্গে আরও পাঁচ জন ছিলো বলে জানিয়েছে আদালত।
/এমজে