ksrm

খেলার সময়ওয়ানডের যত ডাবল সেঞ্চুরি

খেলার সময় ডেস্ক

fb tw
somoy
ওয়ানডেতে আরও একটি ডাবল সেঞ্চুরি দেখলো চন্ডিগড়। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ২০৮* রানের অসাধারণ ইনিংস খেলেন ভারত অধিনায়ক। এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে সাতটি ডাবল সেঞ্চুরি হয়েছে। যার মধ্যে তিনটির পাশেই আছে রোহিত শর্মার নাম। আর শুধু ভারতীয়দের ব্যাট থেকেই এসেছে পাঁচটি ডাবল। এক নজরে দেখে নেয়া যাক ওয়ানডে ক্রিকেটের ডাবল সেঞ্চুরিগুলো-
শচীন টেন্ডুলকার
২০১০ সালে ওয়ানডে ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ভারতের মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার। গোয়ালিয়ারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০ রানে অপরাজিত ছিলেন লিটলমাস্টার। ১৪৭ বলে ২৫ চার এবং ৩ ছক্কায় সাজিয়েছিলেন ইনিংসটি।
বিরেন্দ্র শেবাগ
শচীনের ঐতিহাসিক ইনিংসটি খেলার পরের বছর তারই সতীর্থ বিরেন্দ্র শেবাগের ব্যাট থেকে দ্বিতীয় ডাবল সেঞ্চুরির দেখা পায় ওয়ানডে ক্রিকেট। ইনদোরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪৯ বলে ২৫ চার এবং ৭ ছক্কায় ২১৯ রানের ইনিংস খেলেছিলেন শেবাগ।
রহিত শর্মা
২০১৩ সালে ওয়ানডের দ্বিশতকী ক্লাবে পা রাখেন রহিত শর্মা। ব্যাঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫৮ বলে ২০৯ রান করেছিলেন ভারতীয় ওপেনার। পরের বছর প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ডাবলের ডাবল হাঁকান রহিত। শুধু তাই নয় শ্রীলঙ্কার বিপক্ষে কলকাতার সেই ইনিংসটি ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ১৭৩ বলে ৩৩ চার এবং ৯ ছক্কায় ২৬৪ রান করেন তিনি। গতকাল (বুধবার) নিজেকে ছাড়িয়ে যাবার ইনিংসে ফের ডাবল সেঞ্চুরি হাঁকালেন রহিত। চন্ডিগড়ে শ্রীলঙ্কার বিপক্ষে বিরাট কোহলির অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্বে থাকা এ ব্যাটসম্যান ১৫৩ বলে ২০৮ রানে অপরাজিত থাকেন।
ক্রিস গেইল
ক্রিস গেইলের আগে ওয়ানডের সবগুলো ডাবল সেঞ্চুরির মালিক ছিলেন ভারতীয়রা। ২০১৫ সালের বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৫ রান করেছিলেন এ ক্যারিবিয়ান। ক্যানবেরার সেই ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ১৬ ছক্কা এবং ১০ চারে।
মার্টিন গাপটিল
২০১৫ সালের বিশ্বকাপেই ক্রিস গেইলকেই ডাবল সেঞ্চুরি দেখতে হয়েছিলো ফিল্ডিং করা অবস্থায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে ২৩৭ রান করেছিলেন মার্টিন গাপটিল। ওয়েলিংটনে ১৬৩ বলে ২৪ চার এবং ১১টি ছক্কা হাঁকিয়েছিলেন নিউজিল্যান্ড ওপেনার।
/এসএম

আরও পড়ুন

যেভাবে পায়ে ব্যান্ডেজ বেঁধে মাঠে নামেন মাশরাফি (ভিডিও)

আরও সংবাদ

বাংলার সময়
বাণিজ্য সময়
বিনোদনের সময়
খেলার সময়
আন্তর্জাতিক সময়
মহানগর সময়
অন্যান্য সময়
তথ্য প্রযুক্তির সময়
রাশিফল
লাইফস্টাইল
ভ্রমণ
প্রবাসে সময়
সাক্ষাৎকার
মুক্তকথা
বাণিজ্য মেলা
রসুই ঘর
বিশ্বকাপ গ্যালারি
বইমেলা
উত্তাল মার্চ
সিটি নির্বাচন
শেয়ার বাজার
জাতীয় বাজেট
বিপিএল
শিক্ষা সময়
ভোটের হাওয়া
স্বাস্থ্য
ধর্ম
চাকরি
পশ্চিমবঙ্গ
ফুটবল বিশ্বকাপ
ভাইরাল
সংবাদ প্রতিনিধি
বিশ্বকাপ সংবাদ
Latest News
আপনিও লিখুন
ছবি ভিডিও টিভি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
GoTop