ksrm

খেলার সময়কুমিল্লা-রংপুর ম্যাচ নিয়ে বিতর্কের জন্য গণমাধ্যমকে দুষছে বিসিবি

খেলার সময় ডেস্ক

fb tw
somoy
বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের ম্যাচ বিতর্ক গণমাধ্যমের ওপর চাপিয়ে দিলেন ক্রিকেট বোর্ড পরিচালক মাহবুব আনাম। তার দাবি, সবকিছু ঠিক রেখেই ম্যাচ আয়োজন করা হয়েছে। কিন্তু, গণমাধ্যমে তা ভুল করে পরিবেশন করা হয়েছে। এদিকে, বিপিএলে টেকনিক্যাল কমিটির বাইলজ পরিবর্তনের এখতিয়ার সম্পর্কে ভিন্ন প্রশ্নে সাংবাদিকদের তোপের মুখে পরেন আয়োজকরা।
বিপিএলে শেষ। কতোটা সফল আর কোথায় ভুল হয়েছে। এ সবকিছু বিশ্লেষণে বিপিএল গভর্নিং কমিটি ডেকেছিলো সংবাদ সম্মেলন। শুরুতেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের ম্যাচ সম্পর্কে গণমাধ্যমে ভুল তথ্য প্রকাশ হয়েছে বলে জানান বোর্ড পরিচালক মাহবুব আনাম।
তিনি বলেন, 'বিভিন্ন পত্র-পত্রিকায় এসেছে। গণমাধ্যম এবং আন্তর্জাতিক মাধ্যমে এটা প্রচারিত হয়েছে এবং এটার কিছু ভুল ব্যাখ্যা এসেছে। সেটার ব্যাপারে বিসিবি আপনাদের একটি প্রেস রিলিজের মাধ্যমে জ্ঞাত করেছে কিন্তু আমরা দেখেছি যে, সাধারণ জনগণ সেটা সেভাবে জানেনি।'
বাইলজে ছিলো না রিজার্ভ ডে। তার পরেও, খেলা হয়েছে পরের দিন। জানতে চাইলে ব্যাখ্যা দিলেন। বাইলজ যে কোন সময় পরিবর্তনের এখতিয়ার রাখে টেকনিক্যাল কমিটি। তবে, কি এখানেই ফাঁক ফোকর থেকে গেলে?
মাহবুব আনাম বলেন, 'প্রতিটি টুর্নামেন্টেরই একটা প্লেয়িং কন্ডিশন হয় এবং এটা প্রতিটি দলের কর্মকর্তা, ম্যানেজার এবং অধিনায়কের অবশ্যই কর্তব্য। এখন কেউ যদি না জানেন তার দায়ভার তো বিসিবি গ্রহণ করতে পারবে না।'
যুক্তিযুক্ত উত্তর দিতে পাচ্ছিলেন বিপিএল কর্তৃপক্ষ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে হয়েছেন জর্জরিত। তাই সংবাদ সম্মেলনে উপস্থিত বোর্ড কর্তারা নিজেদের সংবাদ সম্মেলন করে তোলেন এলোমেলো।
বাইলজের বিষয়ে প্রশ্নের জবাবে মাহবুব আনাম বলেন, 'ওই নিয়মে যেতে হতো যদি দুই দল সম্মত না হতো পরবর্তী দিন খেলার জন্য।'
কিছুটা বিশৃঙ্খলার মধ্যে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, পত্রপত্রিকায় এসেছে যে, বাইলজ অনুযায়ী কুমিল্লার চলে যাবার কথা। আসলে বোর্ড পরিচালকরা মাঠে উপস্থিত হওয়ার জন্যই এই সমস্যাটা খুব দ্রুত এবং ভালোভাবে সমাধান হয়েছে।'
এসময় বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেন, 'আমরা চেষ্টা করছিলাম আম্পায়ার এবং ম্যাচ রেফারিদের মাধ্যমে এটাকে সমাধান করার জন্য।'
বিসিবি কর্তারা বলেন, আমরা কোন কিছুই গোপন করছি না। আমাদের সব তথ্যই ওয়েবসাইটে দেয়া আছে।
গণমাধ্যমে সফলতার ডালা সাজাতে গিয়ে অনেক ভুলে চোখে পড়েছে। তাই প্রতিকারের প্রতিশ্রুতিও দিয়েছেন বিপিএল গভর্নিং কমিটি।
ইসমাইল হায়দার মল্লিক বলেন, 'সামনের বছর আমরা চেষ্টা করবো যাতে উইকেট আরও একটু টি-২০ বান্ধব হয় এবং এর থেকে আরও ভালো স্ট্যান্ডার্ডে নিয়ে আসতে পারি সেটার চেষ্টা করবো।'
/এসএম

আরও সংবাদ

বাংলার সময়
বাণিজ্য সময়
বিনোদনের সময়
খেলার সময়
আন্তর্জাতিক সময়
মহানগর সময়
অন্যান্য সময়
তথ্য প্রযুক্তির সময়
রাশিফল
লাইফস্টাইল
ভ্রমণ
প্রবাসে সময়
সাক্ষাৎকার
মুক্তকথা
বাণিজ্য মেলা
রসুই ঘর
বিশ্বকাপ গ্যালারি
বইমেলা
উত্তাল মার্চ
সিটি নির্বাচন
শেয়ার বাজার
জাতীয় বাজেট
বিপিএল
শিক্ষা সময়
ভোটের হাওয়া
স্বাস্থ্য
ধর্ম
চাকরি
পশ্চিমবঙ্গ
ফুটবল বিশ্বকাপ
ভাইরাল
সংবাদ প্রতিনিধি
বিশ্বকাপ সংবাদ
Latest News
আপনিও লিখুন
ছবি ভিডিও টিভি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
GoTop